1. shahajahanbabu@gmail.com : admin :
মেয়ের জন্মদিন উদযাপন বিরাট-আনুশকার - Pundro TV
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন



মেয়ের জন্মদিন উদযাপন বিরাট-আনুশকার

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২

বিরাট যেহেতু সেখানে ভারতের হয়ে ক্রিকেট সিরিজ খেলতে গেছেন, তাই তাদের ‘বায়ো বাবলে’ থাকতে হচ্ছে। তবে আনুশকা নিশ্চিত করেছেন যে ভামিকার জন্মদিনটি ‘সুন্দরভাবে’ উদযাপিত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভামিকার জন্মদিন উদযাপনের একটি ছবি শেয়ার করে আনুশকা লিখেছেন, “সূর্যটি উজ্জ্বল ছিল, আলো সুন্দর ছিল, টেবিলটি খাবারে পরিপূর্ণ ছিল এবং ঠিক এভাবেই আমাদের ছোট্ট মেয়ের এক বছর পূর্ণ হল।”

উদযাপন সম্পর্কে বলতে গিয়ে তিনি যোগ করেন, “সবচেয়ে প্রাণবন্ত মানুষগুলো এ সন্ধ্যাটিকে বিশেষ করে তুলেছে। আর আমি কিনা ভামিকার প্রথম জন্মদিনটি বাবলে কাটানো নিয়ে চিন্তিত ছিলাম! ধন্যবাদ বন্ধুরা।”

২০২১ সালের ১১ জানুয়ারি ভামিকাকে পৃথিবীতে স্বাগত জানান ক্রিকেটার বিরাট এবং অভিনেত্রী আনুশকা।

এদিকে, আনুশকা শর্মাকে পরবর্তীতে ‘চক্র এক্সপ্রেস’ সিনেমাটিতে দেখা যাবে। ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST