1. shahajahanbabu@gmail.com : admin :
প্রতিবন্ধীরা সমাজ বা পরিবারের কাছে কোন বোঝা নয়-হাবিবর রহমান এমপি - Pundro TV
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন



প্রতিবন্ধীরা সমাজ বা পরিবারের কাছে কোন বোঝা নয়-হাবিবর রহমান এমপি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

প্রতিবন্ধীরা সমাজ বা পরিবারের কাছে কোন বোঝা নয়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ভাতা প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে আসছে। তাদের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
বগুড়ার ধুনটের গজিয়াবাড়ি সন্ধানী অটিজম প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বগুড়া-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান একথা বলেন। অনুষ্ঠানে ওই স্কুলের ২শ শিক্ষাথীদের মাঝে কম্বল বিতারন করা হয়।
গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন ফোরামের কেন্দ্রীয় সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক আফসার আলী, জয়নাল আবেদীন খান, ইমরুল কাদের সেলিম, যুবলীগ নেতা আলিম আল রাজি বুলেট প্রমূখ।
উল্লেখ্য দক্ষিন বগুড়ার অনুন্নত এলাকা ধুনটের গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ২০১৪ সালে ১৯০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে নিয়ে স্কুলটির কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে ২৭৫ জন শিক্ষার্থীকে রয়েছে। ২৬ জন শিক্ষক ও কর্মচারী প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছেন। তাদের দাবী এই শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হোক।

https://www.facebook.com/pundrotvbd/videos/4802820966478313

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST