1. shahajahanbabu@gmail.com : admin :
হাঁটতে হাঁটতে ৩ কিশোরের সীমান্ত অতিক্রম, ৯৯৯ এ রক্ষা - Pundro TV
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন



হাঁটতে হাঁটতে ৩ কিশোরের সীমান্ত অতিক্রম, ৯৯৯ এ রক্ষা

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে কখন যে সীমান্ত অতিক্রম করে চলে গেছে তা খেয়ালই করেনি তিন কিশোর; বিএসএফ আটক করার পর বুঝল যে ভারতে ঢুকে পড়েছে তারা। পরে তাদের তাদের পথ তৈরি করে দিয়েছে জরুরি সেবার হটলাইন ৯৯৯। নওগাঁর ধামুইরহাট উপজেলার সীমান্তবর্তী শিমুলতলী গ্রামের এই তিন কিশোরের খবর দিয়েছেন হটলাইনে কর্মকরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। ঘটনাটি সোমবারের। সন্ধ্যায় আত্রাই নদী ধরে হাঁটতে হাঁটতে ওই তিন কিশোর চলে গিয়েছিল ভারতে। পতাকা বৈঠকের মধ্যদিয়ে রাতেই তাদের ফেরত নিয়ে আসে বিজিবি। পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ৯৯৯ নম্বরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর ফোন করে জানায় যে সে ও তার দুই বন্ধু নদীর পাড়ে খেলতে খেলতে পথ ভুলে ভারতে চলে গেছে। সেখানে বিএসএফ তাদের আটক করেছে। ৯৯৯ এ কলটি ধরেছিলেন পুলিশের কনস্টেবল রুবেল রানা। তিনি তৎক্ষণাৎ ধামুইরহাট থানা এবং বিজিবির শিমুলতলী সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জকে ঘটনাটি জানান। পরে ৯৯৯ এর ডেসপাচার এএসআই রফিকুল ইসলাম ওই কিশোর এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতে থাকেন। পুলিশ পরিদর্শক সাত্তার বলেন, এরপর ওই কিশোরের সঙ্গে বিজিবির ক্যাম্প ইনচার্জের কথা বলিয়ে দেওয়া হয়। ওই কথোপকথনের মাধ্যমে বিজিবি স্কুলছাত্রদের অবস্থানের সীমান্ত পিলারের নম্বর জানতে পেরে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা পতাকা বৈঠকে বসতে সম্মত হয়। এরপর রাতেই বিএসএফ তিন স্কুলছাত্রকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি শিমুলতলি সীমান্ত ফাঁড়ির ১৪ এর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. শাহজাহান জানান যে তিন কিশোরকে তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST