1. shahajahanbabu@gmail.com : admin :
নির্বাচনী সহিংসতায় বগুড়ায় জাকির হত্যা মামলার আসামীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন - Pundro TV
শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন



নির্বাচনী সহিংসতায় বগুড়ায় জাকির হত্যা মামলার আসামীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

বগুড়ায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে নিহত হন জাকির হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনায় গাবতলি থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও কোন আসামী গ্রেফতার হয়নি।

হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উপজেলার জায়গুলি বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসি। এসময় রাস্তার দু’পাশে শত শত নারী পুরুষ দাড়িয়ে যায়।তারা ওই মামলার প্রধান আসামী ফেরদৌস হোসেন মিঠুসহ তার সহযোগিদের ফাসির দাবি জানান।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন সন্তান নিয়ে ভবিষ্যত অন্ধকার দেখছেন জাকিরুলের স্ত্রী। অপরদিকে ৮০ উদ্ধ বৃদ্ধ বয়সে পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ জাকিরুলের মা। এদিকে জাকিরুল হত্য মামলার প্রধান আসামী ফেরদৌস হেসেন মিঠুর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তারপরও সে ক্ষমতার প্রভাব খাটিয়ে অল্পদিনের ব্যবধানে জেল থেকে বেরিয়ে আসে। এলাকাবাসির দাবি মিঠু স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

সে ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালালেও তার ভয়ে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে জাকির হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে বলে জানালেন মামলার তদন্তকারি কর্মকর্তা গাবতলি থানার ওসি (তদন্ত)ইন্সপেক্টর জামিরুল ইসলাম। উল্লেখ্য ৫ জানুয়ারি বিকাল তিনটায় রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে জাকিরুল ইসলাম জাকির নিহত হয় ।

https://www.facebook.com/pundrotvbd/videos/1611645329189675

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST