1. shahajahanbabu@gmail.com : admin :
‘মানসিকতার পরিবর্তন না এলে সব অর্জন আবার বৃথা হয়ে যাবে’ - Pundro TV
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন



‘মানসিকতার পরিবর্তন না এলে সব অর্জন আবার বৃথা হয়ে যাবে’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪

আই হেইট পলিটিকস’ প্রজন্ম, মোবাইলে মুখ গুঁজে থাকা প্রজন্ম, কেবল ‘আমি-আমি’ করা প্রজন্ম—আরও কত কী ‘অপবাদ’ ছিল তাঁদের বিরুদ্ধে। অথচ এই কিশোর-তরুণেরাই জেগে উঠেছেন। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনের শুরু, এখন তা রাষ্ট্র সংস্কারের পথে এগোচ্ছে। কী সংস্কার চান তাঁরা? কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তনের স্বপ্ন দেখেন?

প্রথমত, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চাই, সবাই যেন শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে বসবাস করতে পারি। দুঃখজনক ব্যাপার হলো, বর্তমান সময়েও আমরা আদিবাসীরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। একজন আদিবাসী শিক্ষার্থী হিসেবে আমি সবার আগে চাই, সব সংখ্যালঘু ও আদিবাসীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হোক। যখনই দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়, তখনই আমাদের ওপর শুরু হয় হামলা, অবিচার। যদি পার্বত্য অঞ্চলের কথা বলি, নিজেদের জায়গাতেই আমরা নিরাপদ বোধ করি না। দ্বিতীয়ত, ভাষা নিয়ে যেন আর বিদ্রূপের শিকার হতে না হয়। ভাষা নিয়ে আমাদের অনেক সময় উপহাস করা হয়; যা একটি স্বাধীন দেশে কখনোই কাম্য নয়। কোনো আদিবাসী বা সংখ্যালঘুকে যেন অকারণে নিপীড়নের শিকার হতে না হয়, দেশে সবার জন্য সমান আইন হয়। এটাই আমার চাওয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST