আজ উৎসব মুখর পরিবেশে বগুড়ার সোনাতলা উপজেলার পৌরসভার নির্বাচনে শান্তি পূর্নভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এবারই প্রথম ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহন করা হচ্ছে। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রদান করছেন। এই পৌরসভায় প্রথম ইভিএম’র মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সোনাতলা পৌর সভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ এবং মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩ জন। ভোটার রয়েছে ১৯ হাজার ৫২৩ জন এর মধ্যে পুুরুষ ভোটার ৯ হাজার ৪০৪ জন এবং নারী ভোটার রয়েছে ১০ হাজার ১১৯ জন। ইভিএমের মাধ্যমে ১১টি কেন্দ্রের ৭০টি বুথে ভোট গ্রহন চলছে।
https://www.facebook.com/pundrotvbd/videos/244812381003749