1. pundrotvnews@gmail.com : admin :
অমিতাভ বচ্চনের ব্যক্তিগত ‘সম্পদ’ নিলামে ! - Pundro TV
বুধবার, ২৯ জুন ২০২২, ১২:৪১ পূর্বাহ্ন

অমিতাভ বচ্চনের ব্যক্তিগত ‘সম্পদ’ নিলামে !

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১ নভেম্বর, ২০২১
dvdfgfd

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে পাওয়া যে কোনো কিছুই ভক্তদের কাছে এক প্রকারের উপহার।

dvdfgfd

তাই স্বয়ং ‘বিগ বি’ এবার নিজের সম্পদ উপহার দেবেন অনুরাগীদের। নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা ইত্যাদি নিলামে তুলছেন তিনি।

তবে সরাসরি সেসব জিনিস  পাবেন না ক্রেতারা। পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নসের  শর্তে। সোমবার  হচ্ছে এই নিলাম ।

এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা জমা থাকে ‘ব্লকচেন’ নামে এক ধরনের ডিজিটাল লেজারে । এগুলো হতে পারে ফটো, ভিডিও, অডিও অথবা অন্য যে কোনো ডিজিটাল ফাইল ।

ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে জনসমক্ষে ব্যক্ত করা যায় তার মালিকানা । যিনি এনএফটি কিনছেন, তিনি তার ইচ্ছানুসারে যতবার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা ব্যবহার করতে পারেন না বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ।

অমিতাভের ‘শোলে’ ছবির এনএফটি অর্থাৎ পোস্টারসহ আরও অন্যান্য জিনিসের দাম সাড়ে ৯ হাজার ডলার।

বাবা হরিবংশ রায় বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠ করে তা রেকর্ড করেছেন অমিতাভ। তবে সেই রেকর্ডিংয়ের দাম কত, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এ ছাড়া এই নিলামে’ থাকবে এক ধরনের ‘লুট বক্স। সেটির দাম ১০ ডলার। যারা এগুলো কিনবেন, তারা প্রত্যেকেই অমিতাভের পক্ষ থেকে  পাবেন উপহার।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By Bongshai IT