টেলিভিশন নাটক, সিনেমা কিংবা ওয়েব—তিন মাধ্যমেই সফল চঞ্চল চৌধুরী। অভিনয় তাঁর ধ্যানজ্ঞান। অভিনয় ছাড়া কিছুই ভাবতে পারেন না তিনি। এই অভিনেতাই হঠাৎ বলে উঠলেন, অভিনয় না করতেও রাজি আছেন তিনি। কেন এমন কথা বললেন সোনাই, আয়না, মুন্সিখ্যাত এই অভিনেতা।
চঞ্চল বলেন, ‘প্রতিদিনই টিভি, ওটিটি নানান মাধ্যমের কাজের চিত্রনাট্য পাই। বেশির ভাগ গল্পই আমাকে টানে না। দীর্ঘদিন মিডিয়ায় কাজ করে এসে এখন কেন আমি যেকোনো কাজ করতে যাব। আমি এখন কাজ না করতেও রাজি আছি, বাসায় থাকব, কিন্তু খারাপ বা মানহীন, চলনসই, কোনোমতো দর্শক খাবে এ ধরনের কাজ করে সংখ্যা বাড়াতে চাই না।’
অবস্থানটা একটু বেশি কঠোর হয়ে গেল কি না, এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এখন এসে উপস্থিত হয়েছেন পরিণত বয়সে । এখন যে গল্প, যে চরিত্রে অভিনয় করবেন, সেটা যেন থেকে যায় অন্য একটি প্রজন্মের জন্য । দর্শক যেন দীর্ঘদিন পর্যন্ত কাজটি দেখেন। চঞ্চল বলেন, কাজ দিয়ে যদি বেঁচেই না থাকি, দর্শক আমাকে যদি মনেই না রাখেন, তাহলে এত ভূরি ভূরি কাজ করে কি লাভ? আমার কাছে সবার আগে এখন কাজের মান।’
মাসের ৩০ দিন অভিনয় করেন না চঞ্চল চৌধুরী। এই সময়ে কাজের জন্য আলাদা করে নিয়ে থাকেন প্রস্তুতি । কী কী কাজ হাতে রয়েছে জানতে চাইলে চঞ্চল জানান, ‘কাজে ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর পক্ষে না তিনি। যে গল্পগুলো দেখে মনে হচ্ছে তার সঙ্গে যায়, অভিনয়ের জায়গা আছে, গল্পটিতে দর্শক তাকে নেবে, সেগুলোতেই হচ্ছেন চুক্তিবদ্ধ। কাজ করবেন তকদিরের নির্মাতা সৈয়দ শাওকির ‘কারাগার’ ওয়েবে । তা ছাড়া কাজ করছেন গোলাম সোহরাব দোদুলের ১২০ পর্বের একটি ওয়েবে । নির্মাতা তানিম নূরের একটি ওয়েবেও কাজ করবেন তিনি। সময় নিয়ে করতে চান প্রতিটি কাজই ।’
https://www.facebook.com/pundrotvbd/videos/4703975472986419