1. shahajahanbabu@gmail.com : admin :
স্ত্রীকে পুরুষ নার্স টিকা দেয়ায় ক্ষুব্ধ হয়ে গভর্নরকে থাপ্পড়! - Pundro TV
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন

স্ত্রীকে পুরুষ নার্স টিকা দেয়ায় ক্ষুব্ধ হয়ে গভর্নরকে থাপ্পড়!

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

চলছে নতুন নিয়োগ পাওয়া এক গভর্নরের অভিষেক অনুষ্ঠান । হঠাৎ মঞ্চে উপস্থিত এক অজ্ঞাত ব্যক্তি। হেটে গেলেন পোডিয়ামের দিকে। যেখানে ভাষণ দিচ্ছিলেন নবনিযুক্ত গভর্নর আবেদিন খোররাম। পোডিয়ামের পেছনে দাড়িয়ে গভর্নরের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছেন ওই ক্ষুব্ধ নাগরিক।

শনিবার ইরানের আজারবাইজান প্রদেশের গভর্নরের অভিষেক অনুষ্ঠানের এ ভিডিওটি  ভাইরাল হয়েছে  সামাজিক যোগাযোগমাধ্যমে ।

ফার্স নিউজ অ্যাজেন্সির বার্তা সংস্থা এপি জানায়, যে ব্যক্তি ওই হামলা চালিয়েছে তিনি ক্ষুব্ধ ছিলেন গভর্নরের ওপর । সম্প্রতি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী । টিকা নেয়ার সময় মহিলা নার্সের বদলে পুরুষ নার্স টিকা দেয়ায় গভর্নরের ওপর ক্ষুব্ধ ছিল সে।

পরবর্তীতে আবেদিন খোররাম জানান, তিনি ওই হামলাকারীকে চিনেন না। এবং এ ঘটনায়  ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন তিনি। তবে কীভাবে ওই ব্যক্তি অভিষেক অনুষ্ঠানে ঢুকেছে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার ঘাটতি ছিল এটা পুরোপুরি নিশ্চিত। এ বিষয়ে কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্ত শেষে বলা যাবে।

এদিকে, তাবরিজের প্রসিকিউটর বিপ্লবী গার্ডের ওই সৈনিকের বিরুদ্ধে শুরু করেছে তদন্ত। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

 

https://www.facebook.com/pundrotvbd/videos/1232811307197078

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST