বলিউডে নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। জুটি হয়ে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন অনেকেই। সেই প্রেমে অনেকে সফল হয়ে ঘর বেঁধেছেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মতো। তবে বেশিরভাগ গল্পটাই ব্যর্থতাই। সেই তালিকায় থাকা অন্যতম এক নাম কারিনা কাপুর।
এমনিতে শহীদ কাপুরের সঙ্গে তার প্রেমটাই সবসময় আলোচনায় থাকে। তবে হৃতিক রোশনের সঙ্গেও যে প্রেমটা বেশ জমিয়ে তুলেছেন কারিনা, সেটাও নয় অজানা।
বলিউডে এক সময়ে চর্চার কেন্দ্রবিন্দু ছিলেন হৃতিক ও কারিনা জুটি। সে যেমন জুটি হিসেবে তেমনি অফ স্ক্রিনে জমাট কেমিস্ট্রির জন্যও। কারিনার নামের পাশে তখনও বসেনি ‘খান’। কিন্তু তখন বিয়ে করে সংসারী হৃতিক।
হৃতিকের প্রেমে মগ্ন নিজের প্রায় সব কিছুই নাকি ভুলতে বসেছিলেন কারিনা। শোনা যায়, হৃতিকের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দিতে রাজি ছিলেন কাপুর কন্যা।
২০০১ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে একসঙ্গে প্রথম অভিনয় করেন হৃতিক-কারিনা। এরপর থেকে কাছাকাছি আসার গল্প রটতে থাকে দুজনকে ঘিরে। একসঙ্গে জুটি বেঁধে কাজ করেন একাধিক ছবিতে । ছবিগুলোর বেশিরভাগই অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ডানা মেলে হৃতিক-কারিনার রসায়ন। পেশাগত সৌজন্যের সীমা ছাড়িয়ে বাড়তে থাকে ঘনিষ্ঠতা।
ঠিক সেই সময়ে দু’জনের মাঝখানে এসে দাঁড়ায় হৃতিকের পরিবার। হৃতিকের জীবন থেকে সরে যেতে অনুরোধ করা হয় কারিনাকে। পরবর্তীকালে যদিও এসব কিছুকেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন কারিনা। অতীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার খুব চিন্তা হতো যে, এই গুঞ্জন ওর দাম্পত্যে প্রভাব ফেলতে পারে। আমারও পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারত।’
মাঝে কেটে গেছে এক দশক। আর একসঙ্গে ছবি করেননি বেবো-ডুগ্গু। তবে কারিনার স্বামী সইফ আলি খানের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে হৃতিককে।
https://www.facebook.com/pundrotvbd/videos/338336388092702