1. shahajahanbabu@gmail.com : admin :
মালদ্বীপের পার্লামেন্টে তুমুল বিবাদে জড়িয়েছেন সংসদ সদস্যরা। - Pundro TV
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন



মালদ্বীপের পার্লামেন্টে তুমুল বিবাদে জড়িয়েছেন সংসদ সদস্যরা।

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

মালদ্বীপের পার্লামেন্টে তুমুল বিবাদে জড়িয়েছেন সংসদ সদস্যরা। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরকে লাথি-ঘুষি মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, একজন এমপিকে স্পিকারের মঞ্চ থেকে কয়েকজন এমপি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। কেউ পা টেনে ধরছেন, কেউ চুল টানছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ও মোহামেদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনসি) এমপিদের মধ্যে এই মারামারি হয়। রোববার মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর অনুমোদন নিয়ে দুইপক্ষের এমপিদের মতবিরোধ হাতাহাতিতে গড়ায়।

মালদ্বীপে ক্ষমতাসীন জোট সরকার গঠন করলেও পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। সেখানে এখনও নিয়ন্ত্রণ রয়েছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির দল এমডিপির।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিসভায় তারই নিয়োগ দেওয়া চার নতুন সদস্যের সংসদীয় অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিরোধী দল এমডিপি। এরপরই শুরু হয় হট্টগোল। ক্ষমতাসীন পিএনসি মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির পিপিএম বিক্ষোভ ‍শুরু করে। এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST