1. shahajahanbabu@gmail.com : admin :
ঢাবি ভর্তি পরীক্ষা : প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন । - Pundro TV
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন



ঢাবি ভর্তি পরীক্ষা : প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন ।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় এবারের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। যার বিপরীতে আসন রয়েছে ৭ হাজার ১৪৮টি।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে বুধবার  দুপুরে ভিসি অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের এসব তথ্য জানান ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

আগামী ১ অক্টোবর  শুক্রবার  ‘ক’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমবারের মতো এবারই ঢাকার বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঁচটি ইউনিটে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২ জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬ জন আবেদন করেছে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৭ হাজার ১৪৮টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১৫টি, ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

ভিসি বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ওই সাতটি বিভাগীয় শহরে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে শিক্ষার্থীদের অর্থ এবং সময় লাঘব হবে।

ভর্তি পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST