1. shahajahanbabu@gmail.com : admin :
সান্তাহারে মালবাহী ট্রেন লাইনচ্যুত :দুই দিনেও উদ্ধার হয়নি বগি। - Pundro TV
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন

সান্তাহারে মালবাহী ট্রেন লাইনচ্যুত :দুই দিনেও উদ্ধার হয়নি বগি।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বগুড়ার সান্তাহারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সরকারি আদমদীনিকৃত চাল বাহি একটি ট্রেন সান্তাহার জংশনের উওর পার্শ্বে মালগুদাম এলাকায় সান্টিং করার সময় এ ঘটনা ঘটে।

মালবাহী ট্রেনের একটি বগি রেল-লাইনের শেষ সীমানা অতিক্রম করে রেল-লাইনের বাহিরে মাটিতে পড়ে যায়। মূল লাইনের বাহিরে বিকল্প লাইনে ট্রেনের সান্টিং করার কারনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছ।

মালবাহী বগিতে সরকারি চাল থাকায়  তা খালাস না হওয়া পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে কতৃপক্ষ।

এ বিষয়ে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেন সান্টিং করার সময় ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ভিতরে সরকারি চাল থাকার কারণে চাল খালাস না করা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে সান্তাহারের সাথে অনান্য সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST