1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়া জিলা স্কুলের দুই শিক্ষার্থীর করোনা শনাক্ত - Pundro TV
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন

বগুড়া জিলা স্কুলের দুই শিক্ষার্থীর করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
Bogra Zilla School

বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। তারা বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছে। এর ফলে বাকি ছাত্রদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

তবে সহকারী প্রধান শিক্ষক রফিকুল আলম বলেন, বিচ্ছিন্নভাবে দু’একজন আক্রান্ত হলেও এখনো আশঙ্কা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। করোনা শনাক্তের পর কঠর ভাবে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে। আক্রান্ত ছাত্রদের সার্বিক খোজ খবর নেযা হচ্ছে।

দশম শ্রেণির ওই দুই শিক্ষার্থী কয়েক দিন ধরে অনুপস্থিত। পরে শ্রেণিশিক্ষক তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, ওই দুই শিক্ষার্থী করোনা পজিটিভ। করোনা পজিটিভ শিক্ষার্থীদের কাছ থেকে সংক্রমণ যাতে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে না ছড়ায়, এ জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST