1. shahajahanbabu@gmail.com : admin :
পুলিশকে কারাগারে ছুরিকাঘাত - Pundro TV
শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন



পুলিশকে কারাগারে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যায় দোষি সাব্যস্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে।

এতে ডেরেক চৌভিন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কারাগারের নিরাপত্তার ত্রুটির বিষয়টি সামনে চলে এসেছে।

৪৮ বছর বয়সি ফ্লয়েডকে হত্যার অপরাধে শ্বেতাঙ্গ চৌভিনকে ২০ বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। দেশটির টাকসনের কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়েছে।

ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি বলপ্রয়োগের বিরুদ্ধে শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন, যা যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।

মিনিয়াপোলিস শহরের একটি মুদি দোকানের সামনে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেফতারের পর তার ঘাড়ে এক পুলিশ কর্মকর্তা হাঁটু গেড়ে বসে থাকার পর তার মৃত্যু হলে প্রথমে যুক্তরাষ্ট্রজুড়ে এবং পরে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনার ৯ মিনিটের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST