1. shahajahanbabu@gmail.com : admin :
চীনে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেন নিষিদ্ধ - Pundro TV
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন

চীনে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেন নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ক্রিপ্টো-কারেন্সির সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশটিতে ডিজিটাল বাণিজ্যের এ মাধ্যমটির কার্যত অবসান ঘটেছে।

শুক্রবার এক বিবৃতিতে পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, ভার্চ্যুয়াল মুদ্রাসংক্রান্ত ব্যবসায়িক কর্মকাণ্ড হলো অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে জনগণের সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুসারে তদন্ত ও বিচারের মুখোমুখি হতে হবে।

এর ফলে ক্রিপ্টো-কারেন্সি সংশ্লিষ্ট সবধরনের আর্থিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলো। যেমন ক্রিপ্টো কেনাবেচা, টোকেন বিক্রি, ভার্চুয়াল মুদ্রায় লেনদেন ইত্যাদি।

বিশ্বের বড় ক্রিপ্টো-কারেন্সি বাজারগুলোর একটি চীন। দেশটির বড় কোনো ঘটনা ক্রিপ্টো-কারেন্সির বৈশ্বিক দরে প্রভাব ফেলে। যেমন নিষিদ্ধকরণের ঘোষণায় বিটকয়েনের দাম এক ধাক্কায় কমেছে দুই হাজার ডলারের বেশি।

এর আগে চীনা কর্তৃপক্ষের নীতিমালার কারণে গেল বছর বিটকয়েনের মতো ক্রিপ্টো-কারেন্সির বৈশ্বিক মূল্য ব্যাপকভাবে ওঠানামা করেছে। অপরাধমূলক কর্মকাণ্ডে এ বিনিময় মাধ্যমের ব্যবহার ঘিরে সন্দেহ ও মুদ্রা পাচার রোধেই নীতিমালা কঠোর করেন চীনা নিয়ন্ত্রকরা।

মূলত ২০১৯ সালে চীনে ক্রিপ্টো-কারেন্সির কেনাবেচা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। তবে অনলাইনে বৈদেশিক অর্থ লেনদেনের মাধ্যমগুলোতে তা চালু ছিল। তবে চলতি বছর চীন সরকারকে বেশ কঠোর হতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
Developed By ATOZ IT HOST