1. shahajahanbabu@gmail.com : admin :
সিডিউল জটিলতা, কলকাতার বনির সঙ্গে সিনেমাটি ছাড়লেন দীঘি - Pundro TV
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন



সিডিউল জটিলতা, কলকাতার বনির সঙ্গে সিনেমাটি ছাড়লেন দীঘি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে ‘মানব দানব’ শিরোনামের নতুন একটি সিনেমায় কাজ করার কথা ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। মৌখিকভাবে মোটামোটি কথা ঠিকঠাক থাকলেও শেষমেষ সিনেমাটি তার করা হচ্ছে না। সিডিউলজনিত সমস্যার কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন দীঘি। এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানটির চলচ্চিত্র সমন্বয়কারী অপূর্ব রায় বলেন, ‘মানব দানব’ সিনেমায় আমাদের প্রথম পছন্দ দীঘিই ছিল। নায়িকা হিসেবে কাজ করানোর জন্য তার সঙ্গে কথাবার্তাও হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সিডিউলজনিত সমস্যার কারণে দীঘিকে এই সিনেমায় পাচ্ছি না। অক্টোবরে তার অন্য একটি সিনেমার ডেট দেয়া ছিল। তারপরও দীঘি এই সিনেমাটি করতে বেশ আগ্রহী ছিলেন।

ওই সিনেমার পরিচালকের সঙ্গেও আলাপ করেছিলেন। কিন্তু তারা দীঘিকে ছাড়তে চাচ্ছেন না। এদিকে আবার ১৬ অক্টোবর থেকে ‘মানব দানব’র কাজ শুরু হবে। দীঘি বলেন, আমি গতকাল গিয়েছিলামও শাপলা মিডিয়ার অফিসে কথা বলতে। কিন্তু ডেট মিলাতে পারছিলাম না কোনোভাবেই। দীঘির বদলে কাকে নেয়া হচ্ছে, জানতে চাইলে অপূর্ব রায় বলেন, নতুন একজনকে নেয়া হয়েছে। নাম শালুক। উল্লেখ্য, ‘মানব দানব’ সিনেমায় নায়ক হিসেবে আগেই চূড়ান্ত ছিলেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। আর সিনেমাটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST