ভারতের পাঞ্জাবে অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির পেট থেকে প্রায় ১০০টি ধাতব বস্তু বের করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ৪০ বছর বয়সি ওই ব্যক্তি অসুস্থতা ও পেটে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রায় ১০০ জিনিসের মধ্যে ছিল ইয়ারফোন, ওয়াশার, তার, রাখি, লকেট, বোতাম, মোড়ক ও সেফটি পিন। ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।