1. shahajahanbabu@gmail.com : admin :
মামলার পরেও আবার শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা - Pundro TV
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন



মামলার পরেও আবার শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

আবার মাঠে নেমেছে স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যেই আসরের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা।

আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে দেশের শোবিজ তারকাদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া লিগ ২৯ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত এক ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়। হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

মামলার বিষয়ে তারা জানান, খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে থানা এবং অভিযুক্তদের নাম প্রকাশ করছি না।

সিসিএল-এ মোট আটটি দল অংশ নেয়। প্রতি দলে পুরুষ ও নারী তারকা মিলিয়ে ১৬ জন সদস্য রয়েছেন। তবে মাঠে খেলছেন আটজন। যেটার মধ্যে অন্তত দুজন নারী তারকার অংশগ্রহণ বাধ্যতামূলক।

আট দলের নের্তৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST