এর আগে মেসির ম্যাজিকে গতমাসে প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। কিন্তু ইনজুরির কারণে মেসি মাঠে নামতে পারলেন না এবার।
ঘরের মাঠের ফাইনালে মেসি ছিলেন দর্শকসারিতে। তাই শিরোপাও জেতা হলো না। প্রথমার্ধেই ডায়নামোর পক্ষে গোল দু’টি করেন গ্রিফিন ডোরসি ও আমিনে বাসি। ম্যাচের অন্তিম মুহূর্তে মায়ামির পক্ষে একটি গোল শোধ করেন জোসেফ মার্টিনেজ।