অনেকে তাঁকে দেখে কোনও দরিদ্র ব্যক্তি মনে করতে পারেন। তবে, ভালো ভাবে দেখলে বুঝবেন তিনিই দেব। টলিউড সুপারস্টার দেবের এমন নতুন লুক এল প্রকাশ্যে।
এবার ভিন্ন রূপে ধরা দিলেন টলিউড সুপারস্টার দেব। ক’দিন আগে ব্যোমকেশ হয়ে বক্স অফিস মাতিয়েছেন। এরপর ধরা দেন ‘বাঘা যতীন’ হয়ে। এবার এ সিনেমাতেই ভিন্ন এক রূপে দেখা মিললো দেবের। মাথাভর্তি লম্বা চুল। একগাল অপরিচ্ছন্ন দাড়ি। সারা মুখে দাগ। দেখলে মনে হতে পারে ব্যক্তিটি হয়তো আগুনে ঝলসে গিয়েছেন।