1. shahajahanbabu@gmail.com : admin :
৪২ হাজার নিষিদ্ধ ওষুধ জব্দ - Pundro TV
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন



৪২ হাজার নিষিদ্ধ ওষুধ জব্দ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ৪২ হাজার নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় কলকাতা থেকে আসা পাঁচ যাত্রীকেও আটক করা হয়।

টানা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ৪২ হাজার পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক করা হয় কলকাতা থেকে আসা পাঁচজন যাত্রীকেও। এ বিষয়ে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ট্যাপেনটাডোল হলো ব্যথা নিরাময়ের ওষুধ। দুবছর আগেও এটি বৈধ ওষুধ ছিল। দেশের আটটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি বাজারজাত করত। নেশা হিসেবে ব্যবহার বেড়ে যাওয়ায় ২০২০ সালে এটি নিষিদ্ধ করা হয়। এরপর থেকে দেশীয়ভাবে উৎপাদন বন্ধ রয়েছে।

তবে নিষিদ্ধ হলেও ওষুধটির ব্যবসা বন্ধ হয়নি। জেলা ও উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এখনো এটি বিক্রি হচ্ছে। এছাড়া গোপনে হাতে হাতে এর বিক্রি রয়েছে। কম দামের ওষুধ হওয়ায় শহর থেকে গ্রাম গঞ্জে সবার অগোচরে এটি ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST