1. shahajahanbabu@gmail.com : admin :
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর ৯৫তম সভা অনুষ্ঠিত - Pundro TV
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন



পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর ৯৫তম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
পুন্ড্র  ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ৯৫তম সভা শনিবার  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিওটি সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে—আরা বেগম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহা. সুজন শাহ—ই—ফজলুল, বিওটি’র ভাইস—চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, বিওটি’র সদস্য মোঃ নাসিরুন নবী, ফয়জুন নাহার, আয়শা বেগম, শাহজাদী বেগম, মোঃ সোহরাব আলী খান, মনিরুল মাহতাব তমাল তরু, সৈয়দা রাকিবা সুলতানা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জাহেদুল আলম।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য মোঃ আব্দুল কাদের, মোঃ মোজাম্মেল হক লালু, প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, প্রকৌ. মোঃ হারুন অর রশিদ ও মোস্তফা নাজমুল পাশা।
সভাটি পরিচালনা করেন বিওটি সচিব মোঃ খোরশেদ আলম। সভার শুরুতে বিওটি ভাইস চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত শহীদ আব্দুল জব্বার আইন বিভাগ/অনুষদ (ল’ স্কুল) এর জন্য দুই লক্ষ টাকার একটি চেক বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে—আরা বেগম এর কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST